Tuesday, 29 November 2016

ভরতনাট্যম – ব্রিটিশ আমলের বাধা


ব্রিটিশ আমলের বাধা


অষ্টাদশ শতাব্দীর শেষ পর্বে ব্রিটিশ ইস্ট ইন্দিয়া কোম্পানির আগমন ও শাসন কালে ভারতবর্ষের অধিকাংশ নৃত্যকলাই বন্ধ করে দেওয়া হয়। খ্রিস্টান মিশনারির আমলে ‘দেবদাসী’ রা পরিচিত হন ‘নাচিয়ে মহিলা’ হিসাবে, যা তাদের মান-সম্মানে সরাসরি আঘাত হানে। ফলে কিছু ব্রিটিশ সমাজসেবীদের নেতৃত্বে গড়ে ওঠে ‘Anti-Dance Movement’ ১৮৯২ সালে।


১৯১০ সালে মাদ্রাজ প্রেসিডেন্ট হিন্দু মন্দির গুলিতে দেবদাসী প্রথা এবং ভরতনাট্যম নৃত্যকলা বন্ধ করে দেয়। তবে বিংশ শতকের শুরুর দিকে শ্রী কৃষ্ণ আইয়ার এর নেতৃত্বে এই দৃশ্যে পরিবর্তন আস্তে শুরু করে। ব্রিটিশ বিরোধী আন্দোলন গড়ে ওঠার সাথে সাথে ফিরে আস্তে থাকে এই প্রাচীন নৃত্যশৈলী। শিক্ষিত সম্প্রদায় এই নৃত্য কলায় দার্শনিকতা ও ধার্মিক আঙ্গিক বিচার করে পুনরায় আরম্ভ করে এই নৃত্য চর্চা। ১৯৩০ সালের শুরুর দিকে সমাজের উচ্চ শ্রেণীর মানুষের মধ্যে শুরু হয় এই প্রাচীন শিক্ষার প্রচলন। তবে তার স্থানান্তর হয় মাত্র। অর্থাৎ মন্দির থেকে এই নৃত্য অনুষ্ঠিত হতো শহরের থিয়েটারে। 

No comments:

Post a Comment