শৃঙ্গার রস
![]() |
| চিত্রঃ শৃঙ্গার তাণ্ডব |
১। আনন্দ তাণ্ডবম
(সন্ময় যতিনাট্যম)
২। সান্ধ্য
তাণ্ডবম (গীত নাট্যম)
৩। ঊর্ধ্ব
তাণ্ডবম (চিত্র নাট্যম)
৪। শৃঙ্গার
তাণ্ডবম (ভরত নাট্যম)
৫। ত্রিপুরা
তাণ্ডবম (পেরানি নাট্যম)
৬। মুনি তাণ্ডবম
(লাস্য বা লয় নাট্যম)
৭। সংহার তাণ্ডবম
(সিমহলা নাট্যম)
৮। উগ্র তাণ্ডবম
(রাজ নাট্যম)
৯। ভূত তাণ্ডবম (পট্টসা নাট্যম)
১০। প্রলয় তাণ্ডবম (পাবই নাট্যম)
১১। ভুজঙ্গ তাণ্ডবম (পিথা তাণ্ডবম)
১২। শুদ্ধ তাণ্ডবম (পদশ্রী নাট্যম)
নাট্য শাস্ত্রের
তাণ্ডব লক্ষন অধ্যায়ে একশত আটটি করনের উল্লেখ আছে। হাত এবং পা এর পারস্পরিক
সহযোগিতায় করণের রুপকে প্রকাশ দেয়। আবার কয়েকটি করন একত্রে মিলিত হয়ে অঙ্গহার
সৃষ্টি করে। এই করন ও অঙ্গহার গুলি নৃত্যের সৌন্দর্যের মূল উৎস। দক্ষিন ভারতের
চিদাম্বরমের নটরাজ মন্দিরে খোদিত ভরতনাট্যম নৃত্যে প্রযুক্ত একশত আটটি করণের
অনুকৃতি এই নৃত্যকলার বিস্ময়কর উৎকর্ষের সাক্ষী। ভরতনাট্যম নৃত্যকলায় সাধারণত আঠাশটি
অসংযুক্ত মুদ্রা ও চব্বিশটি সংযুক্ত মুদ্রার প্রয়োগ হয়ে থাকে।

No comments:
Post a Comment