সঙ্গীত
সাধারনভাবে ভরতনাট্যম নৃত্যে রুবকম, জাম্বাই,
এরাবম, তিরুপদ্দাই, আড়াতালাম, মিত্তিয়াম, এক্তালাম প্রভৃতি নয়টি তালের ব্যবহার হয়।
তালের পাঁচটি মাত্রার নাম সাধুশ্রম (চার মাত্রা), তিশ্রম (তিন মাত্রা), মিশ্রম
(সাত মাত্রা), কাণ্ডম (পাঁচ মাত্রা) ও সঙ্গিরন্ম (নয় মাত্রা)। তাল গুলি বিভিন্ন
মাত্রা ও যতি সহযোগে বৈচিত্র্য সৃষ্টি করে।
ভারতের সবকটি নৃত্যকলার মধ্যে শ্রেষ্ঠ হল এই ভরতনাট্যম।
মহৎ শিল্পের সবকটি গুণই এই নৃত্যে আছে। কাব্য, সঙ্গীত, নৃত্য ও অভিনয় এই চারটির
মিলমিশে তৈরি হয় চতুরঙ্গ। শিল্পী মানসের প্রকাশ-উন্মুক্ত রূপ ভাবনা ললিত ছন্দে ও
ভাবাভিনয়ের উৎকর্ষে দর্শক মন হয়ে ওঠে সহৃদয়। কাব্য, সঙ্গীত, নৃত্যে ও ছন্দের
বিশিষ্ট বিভঙ্গে লীলায়িত একটি অনন্য রূপ ভাবনা দর্শককে রসমার্গে উদ্বোধিত করে।
No comments:
Post a Comment