পোশাক, অলঙ্কার, রূপসজ্জা
পোশাকঃ উজ্জ্বল
রঙের পোশাক একজন ভরতনাট্যম শিল্পীর বৈচিত্র্য বহন করে। পূর্বে এই উজ্জ্বল স্বর্ণ
বর্ণীয় শাড়ি একজন শিল্পী কে তার যোগ্যতার বিচারে প্রাপ্ত করতে হতো। সোনার কাজ করা
শাড়িতে থাকতো উজ্জ্বল বর্ণের পাড়। তবে বর্তমান যুগে এর প্রভাব অনেকখানি কমে গেছে।
এখন উজ্জ্বল বর্ণের শাড়িই কেবল ব্যবহার করা হয়।
গয়নাঃ ভরতনাট্যম
শিল্পীগণ কমপক্ষে ১০ রকম গয়না ব্যবহার করেন। ঝুমকো, কানপাশা, হার, বাজুবন্ধ, চুড়,
রত্নহার, চন্দ্রকলা, কোমরবন্ধ প্রভৃতি। মাথার ক্ষেত্রে ব্যবহার করা হয় ৩ ধরনের
অলঙ্কার। ব্রোচ জাতীয় অলঙ্কার ‘চন্দ্র’ ও ‘সূর্য’ ব্যবহার করা হ্য়।এবং প্রত্যেক
পায়ে ব্যবহৃত হয় ৫০ টি ঘণ্টি যুক্ত ঝুমুর যা তালের সাথে ঝঙ্কারে নৃত্য অঙ্গনকে
রমণীয় নেশায় ভরে তোলে।
রূপ
সজ্জাঃ শিল্পীর মুখ অত্যন্ত সুক্ষ এবং উজ্বল রঙা সজ্জা হয়ে থাকে। গভীর করে পড়া হয়
কাজল, ঘন কালো চোখের পাতা, উজ্জ্বল লিপস্টিক এবং কপালে লাল সিঁদুরের টিপ।
No comments:
Post a Comment