Thursday, 1 December 2016

ভরতনাট্যম - সমাপ্তিকা

সমাপ্তিকা





দাসী আট্টম থেকে সাদিরাট্টম হয়ে ভারতনাট্যম-এ ঢোকার পথ ছিলনা মোটেই সহজ। এসেছে প্রচুর ঝড় ঝাপটা। তা সত্ত্বেও সব কিছুর মোকাবিলা করেও ভারতনাট্যম বজায় রেখেছে তার অস্তিত্ব। শ্রী কৃষ্ণ আয়ার , রুক্মিণী দেবী প্রমুখের প্রচেষ্টায় ভারতনাট্যম হয়ে উঠেছে জীবন্ত। এবং জায়গা পেয়েছে নৃত্যকলার সর্বকালের শীর্ষ স্থানে। আসলে ভরতনাট্যম কথাটি সঠিক নয়এটি একটি নাটক। তাই ভরতনাট্যম বলাই বাহুল্য। তবে ভরতনাট্যম ও ব্যাকরন গত ভাবে ভুল নয়।বহু সংগ্রামের এবং প্রতিকুলতাকে জয় করে ভরতনাট্যম তার পথ প্রশস্ত করেছে।